জেলা সাহিত্য পরিষদের আয়োজনে দিনব্যাপি সাহিত্য সম্মেলন,কর্মশালা, গুনিজন সংবর্ধণা ও ভোর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে দিনব্যাপি সাহিত্য সম্মেলেন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
সাতক্ষীরা: সাহিত্যচর্চা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে কবি-সাহিত্যিক ও গুণীজনদের সংবর্ধনা, সাহিত্যকর্মশালা এবং ভোর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জানুয়ারী দিনব্যাপি সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) এর মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান।
অনুষ্ঠানটি উদ্ভোদন করেন সাহিত্যিক ও গভেষক প্রাক্তন রেজিষ্টার ও পরিচালক মডান ল্যাঙ্গুয়েজ সেন্টার, খুলনা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও গবেষক এসডিএফ চেয়ারপাসন ও সাবেক সচিব ও জাতিয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সংবর্ধিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক ও গভেষক ড. গোলাম কিবরিয়া পিনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবীদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান সাহিত্যিক অধ্যপক গাজী আজিজুর রহমান, জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, বেতার ও টেলিভিশন শিল্পী এ্যাডভোকেট সীমা ইসলাম, বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোস্তফা নূরুজ্জামান, বিশেষ অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক প্রফেসর ড. এম আমানউল্লাহ, কবি সাহিত্যিক ও গভেষক ড. সবুজ শামীম আহসান এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর আবু নছর, আব্দুর রব ওয়ার্ছী, ম. জামান, জেলা সাহিত্য পরিষদের ৭টি উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।পল্টু বাসার, এস,এম নাজমুল হাসান, রোজ বাবু, মঞ্জুরুল হক, গাজী শাহজাহান সিরাজ, সৈয়দ একতেদার আলী, জি, এম হুমায়ূন কবির, কে, বি সুমন, মোঃ আবু সাঈদ, ইকবাল হোসেন, আসিফ, মুন্না, মহাসিন, সালাহউদ্দীন, গাজী মনির, বেদুঈন মোস্তফা, রফিকুল বারী, রেবেকা সুলতানা, জাহিদ হাসান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তেবে বলেন, সাহিত্য সমাজের দর্পণ। সমাজের সত্য, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধকে তুলে ধরার ক্ষেত্রে সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের লেখকদের অনুপ্রেরণা জোগানোই জেলা সাহিত্য পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে বলে আমি প্রত্যাশা করি ।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, সাহিত্যচর্চা মানুষকে মননশীল করে তোলে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের এক পর্বে জেলার বরেণ্য কবি-সাহিত্যিক ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত কবি সাহিত্যিকদের আরো উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষে সনদ ও ভোর প্রকাশনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি তাঁদের সাহিত্যচর্চায় আরও উৎসাহ জোগাবে।
এছাড়া অনুষ্ঠানে একটি সাহিত্যকর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে সমসাময়িক সাহিত্য, কবিতা ও প্রবন্ধ রচনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় নবীন লেখকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অভিজ্ঞ সাহিত্যিকদের কাছ থেকে দিকনির্দেশনা লাভ করেন।
অনুষ্ঠানে সংগঠনের মুখপত্র ভোর প্রকাশনা করা হয়। উপস্থিত অতিথিরা প্রকাশিত ভোর প্রকশনার সাফল্য কামনা করেন এবং সাহিত্যাঙ্গনে এ প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সামগ্রিকভাবে অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয় এবং সাতক্ষীরার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়। সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৬শতাধীক কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোসফিকুর রহমান মিল্টন ও মহিলা সম্পাদক দিলরুবা রুবী।

