কুলিয়া পীর বাড়ী জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত
আমিরুল দেবহাটা প্রতিনিধি : দেবহাটা কুলিয়া পীরবাড়ী জামে মসজিদে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরী জামানার নবী হযরত মুহাম্মদ (স.) এর শুভ জন্মদিন তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। ঈদে মিলাদুন্নব্বী (স) পালনে জন্য পীর বাড়ী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী, আয়োজনে রবিবার ১৪ই সেপ্টেম্বর২৫,মাগরিব বাদ হতে শুরু। পীর সাহেব বাড়ি জামে মসজিদের সভাপতি মোঃ সামসুদ্দোহা আনছারির সভাপতিত্বে,প্রধান অতিথি পবিত্র কোরআন ও হাদীসের আলোকে বক্তব্য রাখেন কুলিয়া পীর নঈমউদ্দীন (রহ ) হুজুরের বিশিষ্ট ভক্তদের মধ্যে হাফেজ মাওলানা আব্দুস সাত্তার আজাদী , ২য় বক্তা ফুরফুরা শরীরের খাদেম হাফেজ মোঃ ইমাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উক্ত মসজিদে সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক , সহ সভাপতি, মেহেদী হাসান সুইট, আবু সাঈদ মেম্বার, সহ সাধারণ সম্পাদক , প্রভাষক ডাঃ তরিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, আবুর রহমান সহ পীর নঈমউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ,উক্ত ঈদে মিলাদুনব্বী অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন ও হাম নাথ গজল পরিবেশন করেন। মহানবী হযরত মুহাম্মদ (স.) এঁর জীবনী নিয়ে বিষধ আলোচনা হয় । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত মসজিদে ইমাম হাফেজ ইকরামুল ইসলাম সবশেষে মিলাদ কিয়াম,দোয়াও বিশ্বের শান্তিময়ের জন্য মোনাজাত মাধ্যমে শেষ করা হয়।