আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন

দৈনিক সত্যছায়া ডেক্সঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানা রকম গুজব সহ মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটি ভোটারদের মাঝে। এছাড়া ভোটকে কেন্দ্র করে প্রার্থীদের  হত্যা, আত্মহত্যার কারনে সংশয় দেখা দিচ্ছে সাধারণ মানুষের মাঝে তারই একটি বড় উদাহরণ হাদীকে হত্যা করার ঘটনা। সবকিছুর মধ্যে দিয়েও জাতীয় নির্বাচন কমিশন এক নজরে ভোটার তালিকা সহ নির্বাচনের সকল প্রস্তুত্তির লিষ্ট ঘোষনা করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনার প্রকাশ করা তালিকা হিসাবে  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে, প্রার্থীদের মনোয়ন পত্র দাখিল করার শেষ দিন ২৯ শে ডিসেম্বর ২০২৫, ,মনোনয়ন বাছাই ৩০ শে ডিসেম্বর ২০২৫ থেকে ৪ঠা জানুয়ারি ২০২৬ পর্যন্ত, কমিশনে আপিলের শেষ তারিখ ১১ই জানুয়ারী, আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত, প্র্রার্থীতা প্রত্যাহার শেষ দিন ২০ শে জানুয়ারী, চুড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারী, নির্বাচনী প্রচার ২২ জানুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এবারে সারা বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি৭৬ লক্ষ ৯৫ হাজার ১৮৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার ৪২ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ১ হাজার ২৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *