আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরা আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে”লাইট হাউজ কনসোর্টিয়াম পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর আওতায় নাগরিকতা প্রোগ্রামে উপজেলা নারী অধিকার ফোরামের সদস্যদের অংশগ্রহণে সভায় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়-নাগরিকতা:সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড(সিইএফ)এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। উপজেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মোজাফফর হোসেন,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম”ইউনিয়ন ও উপজেলা পরিষদের সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভূমিকা জোরদার,দক্ষতা বৃদ্ধি এবং জেন্ডার সংবেদনশীল করা,বিভিন্ন নাগরিক সংগঠনের সাথে নেটওয়াকিং ও যোগাযোগ স্থাপন করা,নারী সহিংসতা,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করা,সমাজে পিছিয়ে পড়া অংশ হিসেবে নারীর সামগ্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান। প্রধান আলোচক নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মোজাফফর হোসেন প্রকল্প এলাকার নারীর সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ ও অধিকার আদায়ে সক্ষমতা বৃদ্ধি,জেন্ডার সহিংসতা নিরসন ও জলবায়ু ঝুঁকি মোকাবেলা,বাংলাদেশে এসডিজি ৫.১৩ এবং ১৬ অর্জনে ভূমিকা রাখতে এবং প্রচার প্রচারনা বৃদ্ধির মাধ্যমে সর্বস্তরের নাগরিকদের সক্রিয়করণ, নাগরিক সমাজের সহযোগীতা,অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক প্রসারিত করা,নাগরিক সমাজ ও সরকারের মধ্যে সহযোগীতা,যৌথ উদ্যোগ ও নীতি সংলাপ প্রসারিত করা এবং নাগরিক সমাজের প্রতিষ্ঠান সমূহের দক্ষতা ও জ্ঞান প্রসারিত করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *