আশাশুনিতে শিক্ষক কমল কান্ত মল্লিককে বিদায় সংবর্ধনা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি উপজেলার: হাড়িভাঙ্গা,নাটানা,সব্দলপুর,কুমারখালী,থালনা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমল কান্ত মল্লিককে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডাক্তার মোঃ বিল্লাল হোসেন। প্রধান শিক্ষক সুকুমার মন্ডলের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ ফারুক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিদায়ী শিক্ষক কমল কান্ত মল্লিক,শিক্ষক সম্ভোষ কুমার সরকার,প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি সরকার,বাবু রজনী কান্ড সরকর। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৯ ম শ্রেনির শিক্ষার্থী অহনা মন্ডল,মুক্তি সরকার,১০ম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষাককে স্মৃতিস্বরূপ উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *