‘আপনি কি দিনশেষে এটাই ভাবেন’

বিনোদন ডেস্ক :

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি।কখনো ব্যক্তিজীবন, কখনো ক্যারিয়ার আবার কখনো সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনায় থাকেন পরী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ভিডিও ছড়িয়ে পড়েছে তার।যা নজর কেড়েছে অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, জলপাই রংয়ের একটি শাড়িতে অনেক স্বর্ণালংকার পরেছেন পরীমনি।হাতে রেশমি চুড়ি আর সাদা বেলী ফুলের খোঁপায় মোহনীয় লুকে সেজেছেন অভিনেত্রী।সবমিলে ভক্তদের নজর কেড়েছেন পরীমনি।

জানা গেছে, সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন অভিনেত্রী।সেখানে এরকম সাজে উপস্থিত হয়েছিলেন পরীমনি। এতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

আলাপকালে পরীমনি জানান, বর্তমানে বিভিন্ন শোরুম, রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।তার ভাষ্যমতে―এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা।

এ সময় একজন প্রশ্ন করেন, আপনি সবার ক্রাশ, আপনার নতুন সিনেমা, ওয়েব সিরিজ আসছে না কেন?

উত্তরে পরীমনি বলেন, আপনি কি দিনশেষে এটাই ভাবেন? এখানকার খাবার অনেক মজা হয়েছে। এটা অবশ্যই টেস্ট করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *