সাতক্ষীরা বিকাশ কাস্টম কেয়ারে উপচে পড়া ভিড়
সাতক্ষীরা ডেক্সঃ সাতক্ষীরা জজ কোর্ট বিকাশ কাস্টম কেয়ার শামীম এন্টারপ্রাইজে উপচে পড়া ভিড় বেশ কিছুদিন যাবৎ দেখা যায় আজও একই রকম ভিড় দেখে বিষয়টি জানতে গেলে জানা যায় বাংলাদেশ সরকার বিধবা ভাতা ও বয়স্ক ভাড়া দেওয়ার জন্য আবেদনকারীর নিজস্ব এনআইডি দিয়ে মোবাইল সিম লাগবে এবং তাতে বিকাশ ও অথবা নগদ একাউন্ট থাকা লাগবে যার কারনে বিকাশ কাস্টম কেয়ারে বিকাশ একাউন্ট খোলার জন্য বয়স্ক ও বিধবাদের ভিড় দেখা যায় এছাড়া নতুন বছরের ছেলে মেয়েদের সরকারি বিদ্যালয়ে ভতি করতে গেলে ও অভিভাবকের নিজের নামে বিকাশ অথবা নগদ একাউন্ট বাধ্যতামূলক করায়ও কিছু অভিভাবক বিকাশে একাউন্ট খোলার জন্য এসেছে। এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীনফোন সহ সকল মোবাইল কাস্টম কেয়ারে সিম ক্রয় করার জন্য মানুষের ভিড় দেখা যায়। বাংলাদেশের প্রত্যেকটি জেলার একই অবস্থা জানা যায়। সাতক্ষীরা কাস্টম কেয়ারের প্রোঃ মোঃ শামীম হোসেন এর কাছ থেকে জানা যায় প্র্রত্যেক দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস থাকলেও সকলের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না মানুষের ভিড় সামলাতে তারা নাজেহাল হয়ে যাচ্ছে মাঝে মাঝে ছোট ধরনের ঝগড়া মারপিটের ঘটনাও ঘটছে এবং মাঝে মাঝে তাদের উপরও হামলা হওয়ার উপক্রম এখন প্রতিনিয়ত হচ্ছে বলে জানান কতৃপক্ষ।

