সাতক্ষীরা জেলার কিছু কিছু এলাকার পানি কমলেও কমেনি কৃষি জমির পানি।
প্রশান্ত কুমার পালঃ সাতক্ষীরা কিছু কিছু এলাকায় বৃষ্টির পানি নেমে গেলেও পানি কমেনি ফসলের মাঠের পানি যার কারনে কৃষকের নিরুপায় হয়ে বসে আছে। অনেকের লাগানো পাতো নষ্ট হয়ে গেছে সরজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় ৮০ % এর বেশি জমি এখন পানির নিচে তলিয়ে আছে উৎসুক মানুষ মাছ ধরছে সেই সব জায়গায়। কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন যদি অতি দ্রুত পানি না কমে এবং ধান বা অন্যান্য চাষাবাদ না করা যায় তবে সামনে চাউল এবং ধানের দাম অনেক বেড়ে যাওয়ার সম্ভব্যনা বেশি । এতে গরীব দিনমজুর খেটে খাওয়া মানুষের দুর্ভেোগের শেষ থাকবে না। সাধারণে জনগন শুধু একটাই দাবী করছে প্রশাসনের কাছে যেন অতি দ্রুত পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হয়। সাতক্ষীরা ডিসি অফিসে জেলা প্রশাসকের উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করনীয় একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে সেখানে থেকে জানা যায় তারা এই বিষয় নিয়ে কাজ করছে অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেছে।