সাতক্ষীরা জেলার আশাশুনি প্রতাপনগরে আল্লামা বোরহান উদ্দিন(রহ.) ও এলাকার মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 

শহিদুল ইসলাম আশাশুনি প্রতিনিধি দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান,দক্ষিণ বঙ্গের আলোর দিশারী,হাজারো আলেমের উস্তাদ আল্লামা বোরহান উদ্দিন(রহ.),মাদ্রাসা সকল প্রতিষ্ঠাতা সদস্য এবং এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‌ শুক্রবার(২ জানুয়ারী) সন্ধ্যায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা জামে মসজিদে এ দোয়া মাহফিল করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান,ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক সহযোগি অধ্যাপক মাওঃ মেহেরুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওঃ নুরুল আবসার মুরতাজা, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ বদরুল আলম,প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ রুহুল আমিন, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ,এপিএস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান,এ বি এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান,হাফেজ গোলাম মোস্তফা,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,মাওঃ রিয়াছাত আলী প্রমুখ আলেমেদ্বীন আলোচনা করেন। আলোচনা সভা শেষে এলাকার আলেমেদ্বীন,হাফেজে কুরআন ও শতশত মুসুল্লি বৃন্দ দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *