সাতক্ষীরা জজকোটে উকিল বারের পকেট গলি থেকে হাতেনাতে চোর আটক
মোছাঃ শিরিনা খাতুনঃ সাতক্ষীরা জজকোর্ট উকিলবারের পকেট গলিতে অবস্থিত তামিম এন্টারপ্রাইজ দোকান থেকে হাতে নাতে একটি চোর আটক করা হয়। ঘটনাটি ঘটে ১১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় জানা যায় প্রতিদিনে ন্যায় আজও দোকানে ব্যবসা পরিচালনা করছিলো হাসান তার ডান পাশে ক্যাশ বাক্স থাকায় জজকোটের এ্যাডভোকেট সোহরাব সাহেবের মহুরী সোহেল ক্যাশ বাক্সের পাশে বসে। এবং সুযোগ বুঝে ক্যাশ বাক্স থেকে টাকা উঠিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পরে। পলাশেপোল এলাকার আব্দুর রব এর ছেলে সোহেল সাতক্ষীরা জজ কোট সোহরাব এ্যাডভোকেটের কাছে মহুরীর কাজ করে। চুরি করা অবস্থায় ধরার পর এ্যাডভোকেট সোহরাবকে জানানো হলে তিনি এসে জোড় করে চোর সোহেলকে নিয়ে যায় এবং বলে যায় আমার এখন কোট আছে আমি পরে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিচার করবো। কোট শেষ করে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিচার না করে কাউকে কিছু না বলে সোহেলকে পরবর্তীতে এমন কাজ না করতে বলে তাকে নিয়ে চলে যায় এতে জজকোর্ট কম্পিউটার ব্যবসায়ীরা ক্ষীপ্ত হয়ে বার কাউন্সিলের সভাপতির কাছে বিষয়টি অবগত করে এসময় উপস্থিত ছিলেন সামি কম্পিউটারের প্রোপাইটার ও দৈনিক সত্যছায়ার সম্পাদক ও প্রকাশক মোঃ খাইরুল বাসার, তামিম কম্পিউটারেরে প্রোঃ তামিম হোসেন, আসাদ কম্পিউটারের প্রোপাইটার মোঃ আসাদুজ্জামান, খালিদ কম্পিউটারের প্রোপাইটার খালিদ, সবুজ, শুভন্কর, আতাউর জর্জকোটের মুহুরিবৃন্দ সহ আরো অনেকে। বার কাউন্সিলের সভাপতি সাহেব বলেন তাকে মহুরি বারের কার্ড বাতিল করে দিতে এবং সে যাতে আর জর্জকোট কাজ না করতে পারে তার ব্যবস্থা করার জন্য মহুরী সমিতির সভাপতি কে নির্দেশ প্রদান করেন।

