সদরের ঘোনায় রুবিয়া আক্তার কে মারধর ও হুমকি ধামকি, সদর থানায় অভিযোগ
জাহাঙ্গীর সাতক্ষীরা প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের মোঃ হেলাল উদ্দিন এর স্ত্রী মোছাঃ রুবিয়া আক্তার কে মারধর ও খুন জখম করার হুমকি দিয়েছে তার ননদ দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিউটি খাতুন ( ৩০) ও নোনদাই মোঃ নুরুজ্জামান। সাতক্ষীরা সদর থানায় এ ব্যাপারে হেলাল উদ্দিনের স্ত্রী রুবিয়া আখতার বাদী হয়ে ঘোনা ইউনিয়নের আহসানউল্লাহর পুত্র মোঃ বিল্লাল উদ্দিন, আহসানুল্লাহর স্ত্রী মর্জিনা খাতুন ,সখীপুরের মৃত মজিবর রহমানের পুত্র মোঃ নুরুজ্জামান ও নুরুজ্জামানের স্ত্রী মর্জিনা খাতুন । সেই অভিযোগে জানা যায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদীরা বিভিন্ন সময় বাদী ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর ও হুমকি ধামকি দিয়ে আসছে । বাদির ননদ বিউটি খাতুন ,নন্দাই নুরুজ্জামান তোর স্বামীর ঘর সংসার করতে দেব না , এবং আমার আট বছরের শিশু পুত্র সাইমুমকে মারধর করে বলে বাদী তার অভিযোগ পত্রে উল্লেখ করেন। বাদি অভিযোগে আরো উল্লেখ করেন আমার শাশুড়ি মর্জিনা খাতুন ( ৫০ ) কে বিবাদীরা তাদের বাড়িতে আটকে রাখলে তাকে নিজ বাড়িতে আনতে গেলে তারা আমাকে মারধর করে এবং হাত-পা ভেঙে দেওয়ার আশ্ফলন করে । বিবাদীরা বিভিন্ন সময়ে বাদী ও তার স্বামীকে ষড়যন্ত্রমূলক হয়রানি করে আসছে বলে বাদি জানান । দুর্ধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির বিবাদীদের মারধর ও হুমকি ধামকির হাত থেকে রেহাই ও আইনগত সুব্যবস্থা পাওয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রুবিয়া আক্তার ।
