জীবন ঝুঁকিতে থাকা এক মাসের শিশু  মুনতাহার পাশে ইউএনও ও ইউপি চেয়ারম্যান 

আমিরুল দেবহাটা প্রতিনিধি
উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ ইউএনও দেবহাটা সাতক্ষীরা নামক ফেইসবুকে পোস্টের মাধ্যমে বলেন কিছুদিন আগে একজন সাংবাদিকের ফোনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে একমাস বয়সী একটি শিশুর পেটের নাড়ি পেচিয়ে আসহায় অবস্থায় আছে। পরামর্শ দিয়েছিলাম দ্রুত একটি আবেদন সহ অভিভাবককে অফিসে নিয়ে আসার জন্য।কয়েকদিন পেরিয়ে গেলেও যখন দেখলাম কেউ আসেনি তাই আজ সেই সাংবাদিককে ফোন দিয়ে বাসার ঠিকানা নিয়ে বৃষ্টির মধ্যেই দেখতে চলে গেলাম বাচ্চাটিকে। সাথে ফোন দিয়ে আসতে বললাম সখিপুরের ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সমাজসেবা অফিসারকে।ইউপি চেয়ারম্যান সাহেবকে আর্থিক সহায়তা নিয়ে আসতে বলেছিলাম। তিনি আর্থিক সহায়তার সাথে সাথে নিজ থেকেই মোরগ, মাসের বাজার ও চালের নিয়ে আসেন!শিশুটির বাসায় গিয়ে বিস্তারিত দেখে জানতে পারি অস্বচ্ছল পরিবারটি দৈনিক বারোশো টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালে এর পূর্বে বাচ্চাটির চিকিৎসা করিয়েছেন। এখন অপারেশন করতে আরো অন্তত  প্রায় ২ লাখ টাকা লাগবে বলে জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই তারা টাকা সংগ্রহ করার চেষ্টায় অপেক্ষারত ছিলেন। সব জেনে সাথে সাথে মোবাইলে ইউএইচএফপিও মহোদয়ের সাথে পরামর্শ করি।তৎক্ষনাৎ আবেদন নিয়ে সে কাগজে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক মহোদয় কে সরকারিভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য অনুরোধপত্র লিখে দেই এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সেবা দেয়ার জন্য মোবাইলেও অনুরোধ করি। ইউনিয়নের সংশ্লিষ্ট মেম্বারকে বলে দেয়া হয়েছে, তিনিআগামীকাল সকালে অসুস্থ শিশুটিকে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যাবেন। আশা করা যাচ্ছে শীঘ্রই সরকারিভাবে শিশুটির অপারেশন সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *