কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
আমিরুল দেবহাটা প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর ২০২৫,বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরামহীন ভাবে চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের হলরুমে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন,এল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম ও চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো: খলিলুর রহমান। নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান, সহকারী উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো: হযরত আলী, এবাদুল হক সানা, মো: মোশাররফ হোসেন ও সিরাজুল ইসলাম। মোট ভোটার সংখ্যা ৩২৬ জন। তার মধ্যে ৩১৯ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গননা শেষে নির্বাচন কমিশনার খলিলুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে জামাত আলী ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৫০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে রমজান মোড়ল ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম ১৬৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ সালাম ১০২ পেয়েছেন। সহ-সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে শরিফুল ইসলাম মিলন ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবরব আলী ১৪৫ ভোট পেয়েছেন। যুগ্ন সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বীত নির্বাচিত হয়।

