কুলিয়ার পুষ্পকাটিতে নেট,পাটা দিয়ে পানি বন্ধ বহু পরিবার পানি বন্ধী

আমিরুল দেবহাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের সাতক্ষীরা কালিগজ্ঞ মহাসড়কের পূর্ব পার্শ্বে দক্ষিণ আলিপুর বলফিল্ট তথা দেবহাটা উপজেলার প্রথম  থেকে  শুরু করে পুষ্পকাটি সরদার বাড়ি মোড় হইয়া খাশখামার দিয়ে লাবণ্যবতী খাল দিয়ে উক্ত এলাকার পানি নিষ্কাশনের নিদিষ্ট সরকারি- বেসরকারি পথ ছিল দীর্ঘদিন যাবত। কিন্তু দিন দিন সরকারি এই পানি নিষ্কাশনের পথ গুলো এলাকার কিছু সার্থবাদী পুকুর ও ঘের মালিকরা তাদের পুকুর ও মৎস্য ঘেরের জমির মধ্যে দখল করে রেখেছে। এক এক জনের পুকুর ও মৎস্য ঘেরের মালিকরা সরকারি জমি দখল করে বেড়ী বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের জন্য সরু পাইপ দিয়ে থাকে। পুকুরের মাছ ধরে রাখতে উক্ত পাইপের মাথায় ঘন নেট,পাটা দেওয়ার জন্য পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার ফলে অল্প বৃষ্টি হলেই উক্ত এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পানি নিষ্কাশনের জন্য ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হয়।  পুষ্পকাটির  সিএন্ড বি রাস্তার পূর্ব পার্শ্বের ৫০ পরিবারের বসতঘরবাড়ি,রান্নাঘর,গোয়াল ঘর পানিতে ডুবে যাওয়ার ফলে উক্ত এলাকার মানুষের রান্না খাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন সরকারি খাস জমি পানি নিষ্কাশনের পথ গুলো উন্মুক্ত করে দেওয়া জন্য  আশু হস্তক্ষেপ কামনা করেছে উক্ত এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *