আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক
শহিদুল ইসলাম: সাত্ক্ষীরা আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১অক্টোবর) বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক। উপজেলা সেক্রেটারী বোরহান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন,শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম,সেক্রেটারী মইনুল ইসলাম,কুল্যা সভাপতি মনিরুজ্জামান,সেক্রেটারি ইউসুফ আলী,দরগাহপুর সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ,বড়দল সভাপতি হাবিবুর রহমান,সেক্রেটারি সাইফুল্লাহ,আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা ও মিজানুর রহমান,শ্রীউলা সভাপতি আবারুল ইসলাম,সেক্রেটারী আব্দুল্লাহ,খাজরা সভাপতি জাকির হোসেন,সেক্রেটারী শহিদুল ইসলাম,আনুলিয়া সভাপতি ইউসুফ,সেক্রেটারী মইনুল হোসেন,প্রতাপনগর সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন,সেক্রেটারী নাজমুল হক,কাদাকটি সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। বৈঠকে প্রধান অতিথি প্রত্যেক ইউনিয়নের মাসিক রিপোর্ট পর্যালোচনা করেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট,আগামী জাতীয় সংসদ নির্বাচন,১২ অক্টোবর সাতক্ষীরার গণ মিছিলে যোগদানহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

